last year

Why Facebook Remembering Taslima Nasrin is dead? watch to see more

Mahmud Squad
Why Facebook Remembering Taslima Nasrin is dead? watch to see more

জীবিত কিন্তু ফেইসবুক ঘোষণা দিলেন মৃত

Taslima Nasreen is an award-winning writer, physician, feminist, humanist and human rights defender.

কিন্তু এই নারীকে মৃত দেখাচ্ছে ফেসবুক

লেখিকা তসলিমা নাসরিনকে মৃত দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার বিকেলে এই লেখিকার ভেরিফাইড পেজে ‘রিমেম্বারিং তসলিমা নাসরিন’ লেখাটি দেখা যায়।

এর আগে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমে মৃত্যু সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। এতেই বেকায়দায় পড়েন তসলিমা। সাধারণত কেউ মারা গেলে তার বন্ধু বা স্বজনদের অনুরোধে ‘রিমেম্বারিং’ অপশন চালু করে ফেসবুক।

তবে ফেসবুক কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তসলিমা এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘ফেসবুক আমাকে মেরে ফেলেছে। আমি জীবিত, এমনকি অসুস্থ, শয্যাশায়ী বা হাসপাতালেও ভর্তি নই। তবে ফেসবুক আমার অ্যাকাউন্টকে ‘মেমোরিয়ালাইজড’ করে রেখেছে।

এদিকে গত ১৮ ঘণ্টা আগে ফেসবুকে মৃত্যু সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। ধারণা করা হচ্ছে, ওই স্ট্যাটাস দেয়ার কারণেই তাকে মৃত ভেবে রিমেম্বারিং অপশন চালু করেছে ফেসবুক।

ওই স্ট্যাটাসে তসলিমা লেখেন, ‘আমি চাই আমার মৃত্যুর খবর প্রচার হোক চারদিকে। প্রচার হোক- আমি আমার মরণোত্তর দেহ দান করেছি হাসপাতালে, বিজ্ঞান ও গবেষণার কাজে। কিছু অঙ্গ প্রতিস্থাপনে কারও জীবন বাঁচুক। কারও চোখ আলো পাক। প্রচার হোক, কিছু মানুষও যেন প্রেরণা পায় মরণোত্তর দেহ দানে।’

Browse more videos

Browse more videos