Song : Tumi Akasher Buke Vocal : Khalid Lyrics : Tarun Munshi Music : Jewel Babu Cover Vocal : Sahil Sanjan Lofi Remix : Ahmed Shakib Lebel: Soundtek তুমি আকাশের বুকে বাংলা লিরাক্সঃ
তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুরে শতবার রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না, লাগে না জোড়া লাগে না, লাগে না জোড়া
আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার আজানা? রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না, লাগে না জোড়া লাগে না, লাগে না জোড়া
শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে বিষণ্ণ এ মন আশার পথে দিয়েছি পাড়ি, যেথা তোমার বিচরণ রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না, লাগে না জোড়া লাগে না, লাগে না জোড়া
তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙ্গেচুরে শতবার রয়েছো তুমি বহুদূরে আমাকে রেখে ছলনায় এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা লাগে না, লাগে না জোড়া লাগে না, লাগে না জোড়া