জেনে নিন গুগল প্লে-র কোন কোন অ্যাপ চুরি করছে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য _ Mobile Virus News (360p)

  • 2 years ago
ফের ১২টি ম্যালিশিয়াস অ্যান্ড্রয়েড অ্যাপের সন্ধান মিলল গুগল প্লে স্টোরে। অভিযোগ, এই অ্যাপগুলি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চুরি করছে। রিসার্চ সিকিওরিটি ফার্ম থ্রেটফ্যাবরিক-এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই অ্যাপগুলি অন্তত পক্ষে ৩ লক্ষ বার ডাউনলোড হয়েছে। সম্প্রতি একটি ব্লগ পোস্টের মাধ্যমে ক্ষতিকারক এই ১২টি অ্যাপ সম্পর্কে গ্রাহকদের সজাগ করেছে রিসার্চ সিকিওরিটি ফার্ম থ্রেটফ্যাবরিক। সেই ব্লগ পোস্টেই গবেষকরা দাবি করেছেন, এই ধরনের অ্যাপগুলি গুগল প্লে স্টোরে ডাউনলোড হওয়ার পরের মুহূর্তেই থার্ড-পার্টি সোর্স থেকে গ্রাহকের ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়ার কাজটি করে যায় অন্তত সন্তর্পণে।

Recommended