Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/17/2021
প্রকাশ্যে সাপের মিলন! বিরল দৃশ্যের সাক্ষী থাকল মানুষ

সাপের মিলনের বিরল এক ঘটনার সাক্ষী থাকল ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বালাপাড়া। আজ শনিবার দুপুরে স্থানীয় প্রাইমারি স্কুলের সামনে জোড়া সাপের মিলন দেখা যায়। কার্যত এই ঘটনা বিরল। তাও আবার প্রকাশ্যে একেবারেই বিরল একটি ঘটনা। ফলে তা দেখার জন্যে আট থেকে আশি বছরের ভিড় দেখা গেল লকডাউনের মধ্যেও।

Category

🐳
Animals

Recommended