Modi মন্ত্রিসভার কনিষ্ঠ বাংলার নিশিথ, শান্তনু, বার্লাও তালিকায়

  • 3 years ago
কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের পর বৃহস্পতিবার একটি ট্যুইট করেন জন বার্লা। সেখানে তিনি জানান, রদবদলের পর কারা কারা এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সবেচেয়ে কনিষ্ঠ সদস্য। সেখানেই নিশিথ প্রামাণিকের নাম সবার প্রথমে।

Recommended