ভ্যাট নিবন্ধন করলো মাইক্রোসফট কর্পোরেশন | MICROSOFT VAT Register

  • 3 years ago
ভ্যাট নিবন্ধন করলো মাইক্রোসফট কর্পোরেশন | Microsoft Corporation VAT Registration

বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে ব্যবসার জন্য নিবন্ধন নিয়েছে। আজ বৃহস্পতিবার ভ্যাট বিভাগ থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিয়েছে তারা। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট মাইক্রোসফটকে এই নিবন্ধন দিয়েছে। সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেড নামে নিবন্ধন পেয়েছে।
বিজ্ঞাপন

এই নিবন্ধন নেওয়ার ফলে মাইক্রোসফট এখন থেকে বাংলাদেশে ব্যবসা করে এমন একটি ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে ভ্যাটের রিটার্ন দেবে। ভ্যাট বিভাগও তাদের রিটার্নগুলো নিরীক্ষা করতে পারবে।