প্রেমের নাম বেদনা লিরিক Premer Naam Bedona lyrics Premer Nam Bedona Lyrics
প্রেমের নাম বেদনা , সে কথা তো বুঝিনি আগে । দুটি প্রানের সাধনা , কেন যে বিদূর লাগে । যে প্রেম দিল শুধু ছলনা , কেন তারে ভুলা যায়না । কেন তারে ভুলা যায় না । যে প্রেম দিল শুধু ছলনা , কেন তারে ভুলা যায়না । কেন তারে ভুলা যায় না । তৃষিত আঁখি তবু পথও চেয়ে তার তৃষিত আঁখি তবু পথও চেয়ে তার , পরশ কেন মাগে । প্রেমের নাম বেদনা , সে কথা তো বুঝিনি আগে । দুটি প্রানের সাধনা , কেন যে বিদূর লাগে । যে মন প্রতিদান পেল না , সান্তনা সেতো চায় না , সান্তনা সেতো চায় না , যে মন প্রতিদান পেল না , সান্তনা সেতো চায় না , সান্তনা সেতো চায় না , আহত আশা কেন মিছে বারে বার , আহত আশা কেন মিছে বারে বার , সৃতি হয়ে জাগে । প্রেমের নাম বেদনা , সে কথা তো বুঝিনি আগে । দুটি প্রানের সাধনা , কেন যে বিদূর লাগে ।