করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে রহস্যঘেরা সচেতনতামূলক গল্প নিয়েই দর্শকদের সামনে আবারো ফিরে এসেছে সবার ভালোবাসার "আয়নাবাজি"। যেখানে অভিনেতা, নির্মাতা এবং সকল কলাকূশলীরাই কাজ করেছেন ঘরে বসেই।
নতুন আঙ্গিকে ওয়েব সিরিজ হয়ে আয়নাবাজি ফিরে এসেছে মানুষকে জাগাতে আর কোভিড-১৯ সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করতে। বেসরকারি উন্নয়ন সংস্থ্যা 'ব্র্যাক' এবং অস্ট্রেলিয়ান এইডের সহযোগীতায় শুরু হতে যাচ্ছে সিরিজ, 'ঘরে বসে আয়নাবাজি'।
আজ প্রচারিত হচ্ছে এর প্রথম পর্ব। এই পর্বে আয়না কে দেখা যাবে তার স্বভাব সুলভ লুকোচুরি আচরণ নিয়ে। রহস্যে ঘেরা আয়না আর হৃদিকে ঘিরেই এগিয়ে যাবে গল্প ।
প্রথম পর্বটি দেখতে থাকুন আর একই সাথে রহস্যের সন্ধানে পরের পর্বগুলোর জন্য আমাদের সাথেই থাকুন। #Aynabaji
-------------------------------------
ANTI-PIRACY WARNING!!! This content's Copyright is reserved for Prothom Alo. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the material. And finally, don’t forget to Subscribe, Follow, Share, Comment & Like to stay with us.
------------------------------------- For Subscribe: https://www.youtube.com/channel/UChxZgRBNYXWul3c1eGQKO3A?sub_confirmation=1 -------------------------------------