শহরে আমরা অনেকেই ঘরে বিড়াল পুষে থাকি।বিড়ালকে খাওয়াই আদর করি শাসন করি,আরো কত কি।তবে অনেক সময় দেখা যায় অনেক দিন পালার পর ও বিড়াল আমাদের কথা শুনে না বা আমাদের ডাক শুনে না।এক্ষেত্রে অনেক কষ্ট লাগে।এর মূল কারণ সঠিক ভাবে পুষতে না পারা।একটা নতুন বিড়ালকে আনার পর কিছু নির্দিষ্ট নিয়ম পালন করে বিড়াল পুষলে,খুব সহজেই বিড়ালকে পোষ মানানো যায়।তাছাড়া নাম ধরে ডাকলে বিড়াল ও আপনার কাছে আসবে এবং আপনার কথা শুনবে।এই ভিডিওতে বিড়াল কে পোষ মানানোর এমনি কিছু সহজ উপায় বলা হয়েছে যেগুলো মেনে চলে আপনিও আপনার বিড়ালকে পোষ মানিয়ে ফেলতে পারবেন।।
==========================
ভিডিও টি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
Please Subscribe to our Channel Newzaround: https://www.youtube.com/channel/UCPWq9plNmfrWUmk_ouzsYVw