কফিন বানালেও লাশের খবর রাখেন না কারিগর | Jagonews24.com

  • 3 years ago
কফিনের দোকানগুলোর একটি নীলক্ষেতের কাটাবনের আল- বিদায় স্টোর । ২০ বছর ধরে কফিন বানানোর কাজ করেন এই কফিন কারিগর। ১ঘন্টা সময় নেন এক একটি কফিন বানাতে। কফিন বানাতে সিদ্ধহস্ত এই কারিগর
দিনে কফিন বানান ১৫টির বেশি । তার বানানো কফিন ঢাকা মেডিকেল সহ
দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় । কফিন বানালেও এই কফিনের, লাশের খরব রাখেন না কারিগর। জীবিকার তাগিদে কাজ করা; তাই, মৃত্যু বা অন্য চিন্তা মাথায়ও আসেনা।

Recommended