দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ কিলোমিটার | jagonews24.com

  • 3 years ago
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ২০তম স্প্যান বসানো হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। ১৯তম স্প্যান বসানোর ১৩ দিনের মাথায় ২০তম স্প্যানটি বসানো হলো। এর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর তিন কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, সকাল সাড়ে ১০টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২০তম স্প্যানটিকে ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে মাওয়া প্রান্তে ১৮ ও ১৯ নম্বর পিলারের কাছে নেয়া হয়। এরপর স্প্যানটিকে পিলারে ওপরে তোলার কার্যক্রম শুরু হয়। দুপুর ১টায় স্প্যানটি বসানো সম্পন্ন হয়।

বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/country/news/549504

Recommended