বিজয়ের উল্লাস চারদিকে | Jagonews24.com

  • 3 years ago
মহান বিজয় দিবস উদযাপনে দেশজুড়ে অপেক্ষা। লাল-সবুজের পতাকা উড়বে দেশের আনাচে-কানাচে। সরকারি-বেসরকারি স্থাপনার পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও দেখা যাবে বিজয় নিশান ।

লাল-সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা ।

বিজয়ের মাসে পতাকার চাহিদা মেটাতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে ।

বিজয়ের উল্লাস চারদিকে।

বিজয়ের মাস এলেই পথে ঘাটে ফেরিওয়ালারা পতাকা বিক্রি করেন।

দেশের প্রতি ভালোবাসা থেকেই এই মৌসুমি পেশা বেছে নেন তারা।

এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটছেন।

নানা পেশা ও বয়সী মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন লাল-সবুজের পতাকা।

তাদের পথচলায় বর্ণিল হয়ে উঠেছে পথ-ঘাট।

মাইলের পর মাইল হেঁটে মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন পতাকা।

এ যেন আত্মার টান।

লাল-সবুজের ফেরিওয়ালাদের পথচলায় উড়ছে বিজয়ের নিশান।

[শিল্পী : রুমানা ইসলাম . গীতিকার ও সুরকার খান আতাউর রহমান]

Recommended