সাফারি পার্কে ‘পকেট মাঙ্কি’র ঘরে দুই নতুন অতিথি | Jagonews24.com

  • 3 years ago
বানর মানেই চঞ্চল এক প্রাণী। হরদম ছুটোছুটি আর লাফঝাঁপের জন্য সবার নজর কাড়ে। ওদের মজার কাণ্ডকারখানা সবাইকে মাতিয়ে রাখেয়। বানরদের মধ্যে সবচেয়ে ছোট জাত হচ্ছে কমন মার্মোসেট বানর। ব্রাজিল তথা দক্ষিণ আমেরিকায় এ প্রজাতির বানরকে কমন মার্মোসেট বা পিগমি মাঙ্কিও বলা হয়। বাংলাদেশে শুধু সাফারি পার্কেই এ প্রজাতির বানর রয়েছে। এই প্রথম সেখানে এ বানর দুটি শাবকের জন্ম দিয়েছে।

বিস্তারিত- https://www.jagonews24.com/country/news/546127

Recommended