পোস্তগোলায় সর্বত্রই এখন ধুলা-বালুতে একাকার | Jagonews24.com

  • 3 years ago
পোস্তগোলা সর্বত্রই এখন ধুলা-বালুতে একাকার রাস্তায় বেরোলেই ধুলার মুখোমুখি হতে হচ্ছে।
একটি করে বাস চলে যাচ্ছে আর রাস্তার ধারে অপেক্ষমাণ যাত্রী ও পথচারীরা চোখ মুখ বন্ধ করে নাক ধরে থাকছেন ।
ধুলার ভোগান্তিতে দেখা মিলল পথচারীদের নাক ধরে চলাচলের দৃশ্য, অনেকেই আবার মাস্ক পরে চলাফেরা করছেন।
বর্ষায় পোস্তগোলাবাসী ভুগেছেন কাদা-পানি ও জলাবদ্ধতায় এখন শুষ্ক মৌসুমে ভুগছেন ধুলার দুর্ভোগে।
ধুলায় ধূসর পোস্তগোলায় ঝুঁকি বাড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশ দূষণের।

Recommended