হাঁড়ির ভাতের অপেক্ষায় ক্ষুধার্ত ভাসমান ২ শিশু | Jagonews24.com

  • 3 years ago
ফুটপাত ঘেঁষা রাস্তার পাশে ছোট্ট একটি ভাতের হাঁড়ি বসানো মাটির চুলায় আগুন জ্বলছে। আধো আলো আধো অন্ধকারে ফুটপাতের ওপর থেকে ভাতের হাঁড়ির দিকে তাকিয়ে আছে দুটি শিশু। তাদের মা সেই চুলায় রান্নায় ব্যস্ত। রান্নায় ব্যবহৃত কাঠের লাকড়ির আগুনের উজ্জ্বল আলোর দিকে শিশু দুটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে।

অপেক্ষাকৃত বয়সে বড় শিশুটি রান্নারত নারীকে প্রশ্ন করে, ‘মা, হেই যে সকালে রুটি দিলা, আর তো কিছু দিলানা। ক্ষুধায় পেডটা জ্বলতাছে।’

জবাবে শিশুটির মাকে বলতে শোনা যায়, ‘এইতো বাবা ভাত অইয়া গেছে। একটু অপেক্ষা কর, এই যে আলু কাটতাছি, ভাতের লগে আলু দিমু।’

এ দৃশ্য আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৭টায় রাজধানীর নীলক্ষেত থেকে পলাশীগামী রাস্তার মাঝামাঝি ব্যানবেইসের বিপরীত দিকের ফুটপাতের।

নদী ভাঙনের কারণে ভিটেমাটি হারিয়ে দুই বছর আগে লালমনিরহাট থেকে জীবিকার সন্ধানে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন রেশমা বেগম।

বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/national/news/540948

Recommended