সাড়ে তিনশ বছরের পুরনো ‘অল সোলস ডে’ | Jagonews24.com

  • 3 years ago
ঢাকা শহরের একটি আদি অনুষ্ঠানের নাম ‘অল সোলস ডে’। বাংলায় এই অনুষ্ঠান ‘মৃতের জন্য পর্ব’ নামেও পরিচিত। খ্রিস্টান ধর্মাবলম্বীরা মৃত আত্মীয়-স্বজনদের আত্মার মঙ্গল কামনা করে এই অনুষ্ঠান পালন করে থাকেন। বলে নেয়া ভালো- এটি কোনো উৎসব নয়, এটিকে বার্ষিক শোকসভা বা মৃত প্রিয়জনদের স্মরণ অনুষ্ঠান বলা চলে। প্রায় সাড়ে তিনশ বছরের পুরোনো এই অনুষ্ঠান।

সতেরো শতকে পর্তুগিজরা এই দেশে প্রথম খ্রিস্টান ধর্ম নিয়ে আসে। ফার্মগেটে ‘তেজগাঁও গির্জা’ প্রতিষ্ঠা করা হয় ১৬৭৭ সালে। ধারণা করা হয়, এখানে কবরস্থান করা হয় তারও আগে। নারিন্দায় রয়েছে আরেকটি খ্রিস্টান কবরস্থান। এখানকার এপিটাফের লেখা থেকে অনুমান করা যায়, এটিও হয়েছে সতেরো শতকে। অনুমান করা হয়, তারপর থেকে এখানে এই ধর্মীয় অনুষ্ঠান পালন হয়ে আসছে।

ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন হয় কবরস্থানকে কেন্দ্র করে। ঢাকায় অল সোলস ডে অনুষ্ঠানের বড় আয়োজন হয় তেজগাঁও গির্জার পাশের কবরস্থানে। বিশাল এই কবরস্থানে হাজার হাজার ক্রুশ দিয়ে কবরগুলো চিহ্নিত করা আছে। মানে প্রতিটি কবরের মাথার ওপর একটি সিমেন্টের তৈরি ক্রুশ দাঁড় করানো। প্রতি বছর ২ নভেম্বর মৃতের জন্য পর্ব অনুষ্ঠান পালন করা হয়।

#All_soul_day #Tejgaon #church