ব্যস্ত রাস্তায় মধ্যবয়সী রিকশাচালকের হাউমাউ কান্না | Jagonews24.com
  • 3 years ago
রাজধানীর মালিবাগ রেলগেটের সামনে আজ বিকেল ৩টার দিকে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ অসংখ্য যানবাহন থমকে আছে। কেউ একজন জোরে হাঁক ছেড়ে বললেন, কীরে ভাই, যানবাহন নড়ছে না কেন? সামনে কি যানজট বেশি নাকি?

উত্তরে একজন বলেন, নারে ভাই, সামনে রাস্তা ফকফকা। ব্যারিকেড পড়ছে, রেলগাড়ি আসছে।

এ কথা শুনে থেমে যায় হৈচৈ। হঠাৎ করে পেছন থেকে হাউমাউ করে এক মধ্যবয়সী রিকশাচালককে কাঁদতে দেখা গেল। যানজটে আটকা পড়া সবাই প্রথমে ভেবেছিল রিকশার যাত্রী হয়তো চালককে মারধর করেছে। কিন্তু রিকশায় বা আশেপাশে কোনো যাত্রী দেখা গেল না।

অনেকেই রিকশাচালকের কাছে কান্নার কারণ জানতে চাইলে কান্নার গতি আরও বেড়ে যায়। এক মোটরসাইকেলচালক রিকশাচালককে রাস্তার পাশে ডেকে নিয়ে শান্ত করে এমন করে কান্নার কারণ জানতে চান।

আবদুর রশীদ নামের ওই রিকশাচালক জানান, আজ সকালে তিনি তেজগাঁওয়ের গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে মহাখালীতে যান। সেখানে এক যুবক তাকে প্রথমে কমলাপুর নিয়ে যান। সেখানে ঘণ্টাখানেক বসিয়ে রেখে মতিঝিল ও পরে পল্টনে যান। মোট ভাড়া ২৫০ টাকা হলেও তার হাতে ১০০ টাকার একটি নোট দিয়ে তাকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে মহাখালী ফিরে আসবে বলে চলে যান।
Recommended