2 years ago

মাত্র ২ টাকায় সুস্থ থাকার ‘দাওয়াই’ মেলে লালবাগ কেল্লায় | Jagonews24.com

JagoNews24
JagoNews24
ভোরের আলো তখনও ফোটেনি। লালচে আভা ছড়িয়েছে কেবল পূব আকাশে। পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লার টিকিট কাউন্টারের সামনে আবালবৃদ্ধবনিতার ভিড়। দুই টাকা মূল্যে টিকিট কেটে একে একে ভেতরে প্রবেশ করছেন সবাই।
কেল্লার ভেতর প্রবেশ করে কেউ সবুজ ঘাসের শিশিরে পা ভেজাচেছন। কেউ দ্রুত পায়ে হাঁটায় ব্যস্ত। কেউবা আবার হাত -পা ছুড়ে ব্যায়ামে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই কেল্লার বিভিন্ন রাস্তায় শত শত মানুষের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এমন দৃশ্যপট লালবাগ কেল্লার নিত্যদিনের।
বিস্তারিত পড়তে ক্লিক করুন- https://www.jagonews24.com/national/news/528409

#লালবাগকেল্লা
#ঢাকা
#দশ‍র্নীয়স্থান

Browse more videos

Browse more videos