কত টিকিট বিক্রি হলো তাও জানা যাচ্ছে অ্যাপ থেকে | jagonews24.com

  • 3 years ago
ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। মোবাইল অ্যাপ আর অনলাইনেও (ই-সেবা) টিকিট বিক্রি চলছে।

সোমবার সকাল ৬টায় অ্যাপসে টিকিট বিক্রি শুরু হয়। অ্যাপে দিনে কত টিকিট বিক্রি হচ্ছে, তা মনিটর করে অ্যাপেই জানিয়ে দেয়া হচ্ছে। ফলে আপনি আগেই জেনে নিতে পারবেন আজ কিংবা যেদিন আপনি টিকিট কিনবেন, ওইদিন কতটি টিকিট খালি আছে।

বিষয়টি নিয়ে কথা বলেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, শুরুর সাড়ে চার ঘণ্টায় সাত হাজার ৪৬৩টি টিকিট মোবাইল অ্যাপ আর অনলাইনে (ই-সেবা) বিক্রি হয়েছে। এ ছাড়া কাউন্টার থেকে বিক্রি হয়েছে ৩ হাজার ৩৭টি টি‌কিট।

বিস্তারিত পড়তে- https://bit.ly/32WUcwV

Recommended