মাইলসের ৪০ বছরে জমকালো আয়োজন | jagonews24.com

  • 3 years ago
দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। দেখতে দেখতে পথচলার ৪০ বছর পার করছে গানের দলটি। ১৯৭৯ সালে ঢাকায় জন্ম নেয় হামিন আহমেদ, ফরিদ রশিদ, শাফিন আহমেদ ও মানাম আহমেদের ঐতিহ্যবাহী মাইলস।

দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ রশিদ ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রে চলে গেলেও বাকি ৩ সদস্য এখনও অটুট রয়েছেন। সঙ্গে আছেন ইকবাল আসিফ জুয়েল ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য।

এদিকে ‘মাইলস’ প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে বড় পরিকল্পনা হাতে নিয়েছেন দলের সদস্যরা। সেখানে থাকছে একটি কনসার্ট। এতে অংশ নেবেন দেশ-বিদেশের মিউজিশিয়ানরা। থাকবে শ্রোতাদের জন্য বিশেষ উপহার।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/entertainment/news/506996

Recommended