নতুন নোটে বেশি নিচ্ছে হাজারে একশ টাকা | jagonews24.com

  • 3 years ago
পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র তিন-চারদিন। ঈদ উপলক্ষে কেনাকাটার পাশাপাশি প্রিয়জনদের সেলামি দিতে অনেকেই সংগ্রহ করছেন নতুন টাকা। নতুন নোট নিতে এক হাজারে বাড়তি দিতে হচ্ছে একশ টাকা। তবুও মানুষ হুমড়ি খেয়ে সংগ্রহ করছেন নতুন নোট।

রোববার (২ জুন) বেলা ২টায় রাজধানীর গুলিস্তানে দেখা যায় এমন দৃশ্য। গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে নতুন টাকার নোট নিয়ে সারি সারি ভাবে বসে আছেন দোকানদাররা। ক্রেতারও নতুন নোট সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ছেন। কে কার আগে ক্রেতা ডেকে নিজের দোকানে আনতে পারে সে প্রতিযোগিতায় ব্যস্ত তারা। সব দোকানদারের মুখে একই কথা যত নিবেন নেন। হাজারে একশ টাকা বেশি দিতে হবে।

বিস্তারিত পড়তে -
https://www.jagonews24.com/national/news/504426

Recommended