দাম না পেয়ে মাঠের পর মাঠ ফুল ফেলে দিচ্ছেন চাষিরা | jagonews24.com
  • 3 years ago
সারাদেশে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ চাষিরা। সম্প্রতি টাঙ্গাইলের এক চাষি প্রতিবাদস্বরূপ তার ক্ষেতে আগুন ধরিয়ে দেন। আর এতেই টনক নড়ে দেশবাসীর। তবে এবার শুধু ধান নয় দাম না পেয়ে মাঠেই ফুল ফেলে রাখছেন চাষিরা। অনেকে আবার ঝোপঝাড়েও ফেলে দিচ্ছেন উৎসবের এই উপকরণকে।

ফুলচাষিরা তাদের ফুল তুলে ক্ষেতের সারিগুলোতে আবার কখনো ঝোপঝাড়ে ফেলে দিচ্ছেন বা কখনো গাছেই ফুটে নষ্ট হচ্ছে ফুল। মাঠের পর মাঠ ফুল বাগানের এই করুণ দৃশ্য দেশের দ্বিতীয় বৃহত্তম ফুল উৎপাদনকারী এলাকা ঝিনাইদহের।

বিস্তারিত পড়ুন- https://bit.ly/2Hl6CGd
Recommended