পঙ্গু বৃদ্ধা মা ও শাশুড়িকে নিয়ে ‘মধুর যন্ত্রণা’ মুরাদের || jagonews24.com

  • 3 years ago
পাশাপাশি হুইল চেয়ারে বসে আছেন দুই থুড়থুড়ে বুড়ি। একজনের নাম বেটি ও আরেকজনের ফেনী নাচ। একজনের বয়স ৮৩ বছর, অপরজনের ৮২। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে খেয়াল করলাম তারা কেউ কারও সঙ্গে কথা বলছেন না। মাঝে মাঝে আঙ্গুল নাড়িয়ে ও চোখের ইশারায় নিজেদের মধ্যে ভাব বিনিময় করছেন। তাদের অদূরে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী এক ভদ্রলোক দূতিয়ালি হয়ে কথা বলছিলেন।

দুই থুড়থুড়ে বৃদ্ধার চুপচাপ থাকার কারণ জানতে কৌতূহলবশত ওই ভদ্রলোকের সঙ্গে পেশাগত পরিচয় দিয়ে আলাপ জমাই। একপর্যায়ে বৃদ্ধাদ্বয়ের সঙ্গে তার সম্পর্ক ও দু’জনার নীরবতার কারণ জানতে চাই।

বিস্তারিত পড়ুন - https://www.jagonews24.com/mass-media/news/496986

Recommended