‘গুরুত্বপূর্ণ’ বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা || jagonews24.com
  • 3 years ago
চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা। বৈঠকে কমিটির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে গণফোরাম সভাপতি ও জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম।

বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাসদ (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরীসহ জোটটির স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।

সূত্র জানায়, বৈঠকটা ‘হাইপ্রোফাইল’। এ বৈঠকে আগামীর আন্দোলন কর্মসূচি, ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীর সংসদ সদস্য হিসেবে শপথ নেয়াসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

এর আগে বিকেল পৌনে ৪টা থেকে নেতারা মতিঝিলে আসতে শুরু করেন।

#jagonews24 #ঐক্যফ্রন্ট
Recommended