সন্ধ্যাতেই মধ্যরাতের আমেজ পর্ব-২ - jagonews24.com

  • 3 years ago
রাজধানীর নীলক্ষেত নিউমার্কেট মোড়ে সন্ধ্যা ৭টায় ‘অ্যাই ফার্মগেট, ফার্মগেট’ বলে অবিরাম উচ্চ স্বরে চিৎকার করছে একটি বাসের হেলপার। পিছনে আরও দুটি বাসের হেলপারও যাত্রী খুঁজছে। অনেকক্ষণ পর পর দুই-চারজন করে যাত্রী বাসে উঠছেন।

অন্যান্য দিন এ সময়ে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে চিত্র ছিল একেবারেই ভিন্ন।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই রাস্তাঘাটে জন ও যান চলাচল অপেক্ষাকৃত কম ছিল। সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে যায়। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যেদের টহল দিতে দেখা যায়।

নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে নির্বাচন কমিশনের সরবরাহকৃত স্টিকার ছাড়া সব ধরনের মোটরসাইকেল বন্ধ রয়েছে। শনিবার রাত থেকে বন্ধ হবে সব ধরনের যান চলাচল।

রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, আজিমপুর, কলাবাগান, শাহবাগ, বাংলা মোটর ঘুরে দেখা যায়- সন্ধ্যা ৭টার পরই মধ্যরাতের নিরবতা নেমে এসেছে। বিভিন্ন বিপণনী বিতান সন্ধ্যার পর পরই বন্ধ হয়ে গেছে। কর্মজীবী মানুষ দ্রুত কাজ সেরে গন্তব্যে ছুটছে।

রোববার (৩০ ডিসেম্বর) জাতীয় সংসদে নির্বাচনের ভোট দিতে ঢাকা ছেড়েছে লাখো মানুষ। এ কারণেও গত কয়েকদিন রাস্তায় মানুষের ভিড় কম দেখা গেছে।

Recommended