পরিচ্ছন্ন রাজনীতি করি, তাই মূল্যায়নের প্রত্যাশা || jagonews24.com
  • 3 years ago
দ্বিতীয় দিনের মতো নয়াপল্টনে চলছে বিএনপির মনোনয়পত্র বিক্রি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন- এই প্রত্যাশা নিয়ে দলীয় কার্যালয়ে আসছেন নেতারা।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট-৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘ এক যুগ শিক্ষক রাজনীতির সঙ্গে যুক্ত। পরিচ্ছন্ন রাজনীতি করি। আশা করছি, হাইকমান্ড মূল্যায়ন করবে।’

‘সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত’ বলেও মন্তব্য করেন তিনি।

নরসিংদী-০৩ (শিবপুর) আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল আহসান মিন্টু। তিনি বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রদল রাজপথের অগ্রসৈনিক ছিল। মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনে সামিল হয়ে সুন্দর আগামীর বাংলাদেশ গঠন করতে চাই। আশা করি, তারুণ্যের প্রতীক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দেবেন।'

চুয়াডাঙ্গা-১ (সদর) আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। মনোনয়নপত্র সংগ্রহ করে তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলখানায় বন্দি রাখা হয়েছে। পুলিশ প্রশাসন সর্বক্ষেত্রে শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হচ্ছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কিছু আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এরপরও আমরা নির্বাচনে গেছি, একটি ভালো পরিবেশ আসবে- এমন প্রত্যাশা করি। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই সরকার গঠন করবে।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে ঢাকা-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তার পুত্রবধূ দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, ‘মানুষ আওয়ামী লীগের অন্যায়-অত্যাচারের জবাব দিতে প্রস্তুত। জনগণ গণতন্ত্রের মা খালেদা জিয়াকে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে মুক্ত করবে। যদিও এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।'

তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ‘সাত দফা মেনে নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। যদি অবাধ নির্বাচন হয়, তাহলে পুরো বাংলাদেশেই ব?
Recommended