নীলফামারী-৪ আসনের মনোনয়ন ফরম কিনেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন || jagonews24.com

  • 3 years ago
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে দশম জাতীয় সংসদের অংশ না নেয়া বিএনপি। নির্বাচনে অংশ নিতে আজ (সোমবার) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি। কারাবন্দি খালেদা জিয়ার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করতে চান চিত্রনায়ক হোসেন খান হেলাল ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তারা দু’জনেই আজ (সোমবার) দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্রের ফরম কিনেছেন। চিত্রনায়ক হোসেন খান হেলাল সিলেট বিয়ানীবাজার-৬ আসনের মনোনয়নপত্রের ফরম কিনেছেন এবং নীলফামারী-৪ আসনের মনোনয়নপত্রের ফরম কিনেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।


নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাত থেকে তারা মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন।

এ সময় হোসেন হেলাল আহমেদ বলেন, আমি সিলেটের ছেলে, বিরানীবাজার সিলেট-৬ আসন থেকে আমি নির্বাচন করব। এবং এই নির্বাচন হবে অধিকার আদায়ের নির্বাচন, গণতন্ত্রের ফিরে পাবার নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির নির্বাচন, তারেক রহমান উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের নির্বাচন।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি, দেশের জনগণ ধানের শীষে ভোট দিতে অধির আগ্রহে বসে আছেন। ইনশাল্লাহ, আমরা জয় যুক্ত হব, বাংলাদের সুশাসন ফিরে পাবে এবং বিএনপির চেয়ারপারসন খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন।

কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এ নির্বাচনে যাওয়া। আমরা আশা করছি, নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া মুক্ত হবেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।

Recommended