আজান শুনলেই নামাজে দাঁড়িয়ে পড়েন জামাল | Jagonews24.com

  • 3 years ago
চারপাশে লোহার গ্রিলে ঘেরা ফুল বাগানের ভেতর দাঁড়িয়ে ছিলেন আনুমানিক ২৮-৩০ বছরের এক যুবক। দুই হাতে ক্রিম রঙের গ্লাভস। সাদা লুঙ্গি ও রঙিন ডোরাকাটা গেঞ্জির ওপর টকটকে কমলা-সাদা রঙের অ্যাপ্রোন পথচারী সবার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছিল। সবার কৌতূহলী দৃষ্টি বিশেষ ধরনের পোশাক পরিহিত ওই তরুণ বাগানের ভেতর কি করছেন?

বিকেল তখন আনুমানিক ৫টা। গুলশান পুলিশ প্লাজা থেকে হাতিরঝিল অভিমুখে সেতুটির ওপর দিয়ে দ্রুতগতিতে ছুটে চলছে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশাসহ বিভিন্ন যানবাহন। পূর্বদিকে সেতুর শেষ প্রান্ত সংলগ্ন একটি ছোট্ট বাগানের সামনে এসে প্রতিটি যানবাহনের গতি কমিয়ে রাস্তার পাশে থমকে দাঁড়াতে দেখা যায়। সবার দৃষ্টি বাগানের ভেতর অবস্থানরত সেই যুবকের দিকে....

https://www.jagonews24.com/special-reports/news/237799

Recommended