Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/10/2021
৯ মার্চ বলিউড গসিপের শীর্ষে ছিল হার্টথ্রব রণবীর কাপুর ও সুপারস্টার ডিরেক্টর সঞ্জয় লীলা বনশালির করোনা আক্রান্ত হওয়ার খবর। এর পরে পরেই নেটদুনিয়ায় আরও একটি খবরে চাঞ্চল্য ছড়ায় যে অভিনেত্রী আলিয়া ভাটও (Alia Bhatt) কোভিড পজিটিভ। কারণ কাজের সূত্রে তিনি পরিচালক সঞ্জয়লীলা বনশালির আশপাশে ছিলেন। একই সঙ্গে অভিনেতা রণবীর কাপুরও ছবির সহ অভিনেতার চরিত্রে রয়েছেন। তিনি যখন মারণ রোগে আক্রান্ত তখন আলিয়াও করোনার শিকার, তাতে সন্দেহ নেই। তবে যতই দুশ্চিন্তায় নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স ভরান না কেন আলিয়া ভাটের করোনাভাইরাস টেস্ট রিপোর্ট নেগেটিভই এসেছে। এই রিপোর্টই প্রমাণ করেন পুরোপুরি সুস্থ আছেন অভিনেত্রী আলিয়া। তবে কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও সতর্কতার কারণে আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন হায়দার খ্যাত অভিনেত্রী। একই পন্থা নিয়েছেন শুটিং সেটের বাকি কলাকুশলী ও টেকনিশিয়ানরা। যেহেতু পরিচালক সঞ্জয়লীলা বনশালি করোনা আক্রান্ত তাই তাঁর মা লীলা বনশালির কোভিড টেস্ট করা হলে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। তবুও তিনি সেলফ কোয়ারেন্টাইনে থাকছেন।

Category

🗞
News

Recommended