New Zealand Hit By Earthquake: ৮.১ রিখটার স্কেলে কেঁপে উঠল নিউজিল্যান্ড

  • 3 years ago
তিন তিনবার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ডের উপকূল, জারি হয়েছে সুনামি সতর্কতা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। ন্যাশনাল এমার্জেন্সি এজেন্সি সুনামি সতর্কতা জারি করেছে, ৫ মার্চ এই কম্পন অনুভূত হয়। ১০ ফিট উচ্চতা পর্যন্ত উঠে গিয়েছে সমুদ্রের ঢেউ, ভূমিকম্পের পর তীরবর্তী এলাকাগুলিকে উঁচু ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের জেরে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা, উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পাবলিক রেডিও-তে এমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র অ্যালেক্সান্দ্রা রোসিগনোলের কথায়, \"উপকূলবর্তী এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যান। সামুদ্রিক যেকোনও খেলা কিংবা বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখাই ভাল। স্কুলেও পাঠাবেন না সন্তানদের।\"নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিন্ডা আর্ডার্ন ইনস্টগ্রামে এই সংক্রান্ত একটি পোস্ট করেন। এবারের ভূমিকম্পে কোনও হতাহতের খবর না মিললেও ১০ বছর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে ভয়াবহ ভূমিকম্পে সেবার ১৮৫ জন প্রাণ হারিয়েছিলেন।