WB Assembly Elections 2021: মঙ্গলকোট নয়, বীরভূম থেকে লড়তে চান সিদ্দিকুল্লা চৌধুরি

  • 3 years ago
মঙ্গলকোট থেকে আর বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না। একুশের ভোটে লড়াই ইচ্ছে রয়েছে, তবে তা বর্ধমানের কোনও বিধানসভা কেন্দ্র হোক। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একথাই জানিয়েছেন মঙ্গলকোটের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি (Siddikulla Chowdhury)। নাম না করেই অনুব্রত মণ্ডলকে নিশানায় রেখে গতকাল পূর্ব বর্ধমানের সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলন ন। জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা বলেন, “মঙ্গলকোটের মাটি উত্তপ্ত করা হচ্ছে। বীরভূম থেকে গরম খাওয়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীকে জানিয়েছি মঙ্গলকোট থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব না।” বিধায়ক তহবিলের টাকায় মঙ্গলকোটে চারটি চুল্লি তৈরির পরিকল্পনা তাঁর ছিল। তবে দলের কয়েকজনের চেষ্টায় তা বাস্তবায়িত হয়নি।

Recommended