Mamata Banerjee At Dunlop: মনোজ থেকে রাজ! কারা যোগ দিলেন তৃণমূলে? মোদি-শাহকে আক্রমণ মমতার
  • 3 years ago
“একজন রাবণ আর একজান দানব, দুজন মিলে দেশ চালাচ্ছে। ব্যাংক বন্ধ করে দিল। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা পেয়েছেন। আপনার এলাকায় গুন্ডা ঢুকিয়ে দেবে। ছেলেমেয়েদের ভবিষ্যৎ দখল করে নেবে। বাংলাকে টোটালি গুন্ডা দিয়ে দখল করে নেবে। বাংলাকে কে বিক্রি করে দেবে। গুজরাট বাংলা শাসন করবে না, মোদি বাংলা শাসন করবে না। বাংলা বাংলা শাসন করবে। সব কটা লুটেরা। অন্য পার্টিকে তোলাবাজ বলবেন, আর আপনার পার্টি কি ওয়াশিং মেশিন? যে কালো যাবে আর সব সাদা হয়ে আসবে। আমি মনে করি মানুষের পরিবার আমার পরিবার। কয়লা চোরদের হোটেলে থাকছেন। আপনাদের চরিত্র সোনারুপোয় বাঁধিয়ে দিতে হয়।” নাম না করেই ডানলপের সভা থেকে মোদি শাহর বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ক্রিকেটার মনোজ তিওয়ারি ছাড়াও তৃণমূলে যোগ দিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী সায়নী ঘোষ। ছিলেন কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা, জুন মালিয়া, মানালি দে প্রমুখ। সেখানেই নাম না করে মোদি শাহকে হোঁদল কুত কুত ও কিম্ভুত কিমাকার বলে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তাঁর মুখেও শোনা গেল “খেলা হবে”।
Recommended