Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/17/2021
আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট-সহ কিছু দলের জন্য জায়গা ছেড়ে আসন সমঝোতা চূড়ান্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল সিপিএম ও কংগ্রেস। আলিমুদ্দিনে চূড়ান্ত হয়েছে জোট, সিপিএমের তরফে এদিন বৈঠকে ছিলেন- বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম। কংগ্রেসের তরফে আলিমুদ্দিনে হাজির ছিলেন- ধীর চৌধুরী, নেপাল মাহাতো, আব্দুল মান্নান। অন্য দলগুলির মধ্যে কাকে কোথায় আসন দেওয়া হবে, সেই সম্পর্কে কোনও ঘোষণা করেনি দু\'পক্ষই। কংগ্রেসের সঙ্গে বামেরা যৌথভাবে যে লড়বেন নির্বাচনে, সেটি চূড়ান্ত বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিমান বসু এবং অধীর চৌধুরি। বাম ও কংগ্রেসের কাছে কমপক্ষে ৫০টি আসনের দাবি করেছে আব্বাসের আইএসএফ, যা দিতে রাজি হননি অধীর চৌধুরি এবং বিমান বসু। ১৭ ফেব্রুয়ারি আইএসএফের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনায় বসার কথা সিপিএম ও কংগ্রেসের। কোন আসনে কত আসনে কাকে প্রার্থী করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জোটের মুখ্য শরিকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির কথায়,\"বেশ কিছু রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বিগত বেশ কিছু দিনে। কয়েকটি ছোট দল আমাদের হাত ধরতে চাইছে। আমরা যদি আগে থেকে ঘোষণা করে দিই কংগ্রেস এবং বামেদের আসন রফা. তাহলে তাঁদের কাছে সঠিক বার্তা পৌঁছবে না।\"

Category

🗞
News

Recommended