Uttarakhand Floods: যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

  • 3 years ago
প্রকৃতির রোষে বিধ্বস্ত উত্তরাখণ্ড, হিমবাহ ফাটলের জেরে মৃতের সংখ্যা বেড়ে ৩২। যুদ্ধকালীন তৎপরতায় চামোলি জেলার ২.৫ কিমি দীর্ঘ তপোবন সুড়ঙ্গে উদ্ধারকাজ চলছে, এখনও সেখান ২৫ থেকে ৩৫ জনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। এনটিপিসি বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রেও উদ্ধারকাজ চলছে, জলের তোড়ে একেবারে ভেসে গিয়েছে এটি। চামোলি জেলার যোশীমঠের তপোবনে নন্দাদেবী হিমবাহে ধস নামে। অলকানন্দা নদীতে ঋষিগঙ্গা বাঁধ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা সুড়ঙ্গের ভিতরে ১০০ মিটার রাস্তা অতিক্রম করলেও কাদাজলে রাস্তা আটতে থাকার জন্য উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। সুড়ঙ্গটির প্রবেশপথ এবং নির্গমণপথ-সহ সমগ্র বিষয়টাই অত্যন্ত জটিল হওয়ার কারণে উদ্ধারকাজ স্লথ গতিতে হচ্ছে। তপোবন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের প্রাণ বাঁচানোর জন্য সমস্ত চেষ্টাই করা হচ্ছে বলে জানালেন ডিরেক্টর জেনারেল অশোক কুমার।