Budget 2021 | Rs 35,000 Crore For COVID-19 Vaccines: স্বাস্থক্ষেত্রে কী বরাদ্দ হল কেন্দ্রীয় বাজেটে?

  • 3 years ago
বেলা ১১টায় লোকসভায় ২০২১-২২ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী হিসেবে তিনিই প্রথম সংসদে পেপারলেস বাজেট (First Paperless Budget) পেশ করতে চলেছেন। এদিন নির্মলা সীতাতমণ ২০২১-২২ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পড়বেন ট্যাবে। তাঁর হাত ধরেই ভারত সরকারের প্রথম ডিজিটাল বাজেট পেশ হতে চলেছে। ঐতিহ্যগত ভাবে কেন্দ্রীয় বাজেট সাধারণত বহিখাতার মাধ্যমে প্রকাশ্যে আসত যেটায় আর্থিক বাজেটের পুঙ্খানুপুঙ্খ হার্ডকপি হিসেবে হাতে লেখা থাকত ও অথবা কম্পিউটারে টাইপ করা থাকত। সে যাইহোক সোমবারের আর্থিক বাজেট যেহেতু পেপারলেস হচ্ছে, তাই তা ডিজিটাল ফর্ম্যাটেই প্রকাশ্যে আসবে। যাতে ডিজিটাল বাজেট সংক্রান্ত যাবতীয় তথ্য জনগণের নাগালে আসে সেজন্য জানুয়ারিতেই মোবাইল অ্যাপ বাজারে এসেছে।

Recommended