Israeli embassy তে বিস্ফোরণ! Thakurnagare CAA নিয়ে মতুয়াদের সভা এড়ালেন Amit Shah? |People’s Review

  • 3 years ago
২৯ জানুয়ারি দিল্লিতে ইজরায়েল (Israel) এর দূতাবাসের (embassy) থেকে ১৫০ মিটার দূরে একটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জেরে স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের (Amit Shah) পশ্চিম বঙ্গ (West Bengal) সফর বাতিল হয়। ঠাকুরনগরে (Thakurnagar) মতুয়াদের (Matua) মধ্যে CAA এর Rules না প্রকাশ হওয়া নিয়ে ব্যাখ্যা দেওয়ার কথা ছিলো অমিত শাহ (Amit Shah) এর। এর আগে ১৯ ডিসেম্বরেও আমিত শাহের CAA Rules নিয়ে ব্যাখ্যা দিতে মতুয়াদের মধ্যে আসার কথা ছিলো, কিন্তু অজ্ঞাত কারণে সেই সভাও বাতিল হয়। প্রশ্ন উঠছে একদিকে CAA RULES অন্যদিকে দিল্লিতে কৃষক আন্দোলনের (Farmers Protest / Farmers agitation / Farmers movement) বিড়ম্বনা থেকে মোদি সরকারকে বাঁচাতে এই বিস্ফোরণ হল কিনা? আলোচনা করলেন সৌম্য মন্ডল(Soumo Mondal/ Soumya Mondal) ।


গতকাল অর্থাৎ ২৯ জানুয়ারি আমাদের ভিডিও যেখানে আমরা বলেছিলাম যে ৩০ জানুয়ারি আমিত শাহ ঠাকুরনগরে কী বলতে পারেন।
(https://youtu.be/HdgJHSE6o9ম)

Recommended