ED Arrests Former TMC MP K D Singh: আর্থিক কেলেঙ্কারির মামলায় দিল্লিতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিং
  • 3 years ago
আর্থিক তছরূপের মামলায় দিল্লি থেকে গ্রেপ্তার অ্যালকেমিস্টের কর্ণধার প্রাক্তন সাংসদ কেডি সিং (KD Singh arrested)। তৃণমূল কংগ্রেস বহিরাগতকে নিয়ে এসে সাংসদ করিয়েছিল, এমন অভিযোগ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। গতকাল কেডি সিংকে দিল্লিতে ইডির দপ্তরে সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদে চলে। পরে তাঁর বক্তব্যে অনেক অসঙ্গতি মেলায় আজ ফের তাঁকে জেরা করা হয়। এর পরেই সিবিআই কেডি সিংকে গ্রেপ্তার করল। সারদা, রোজভ্যালির আর্থিক দুর্নীতির সময়েই অ্যালকেমিস্টের দুর্নীতি প্রকাশ্যে আসে। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে অনেক দিনেই ইডির নজরে ছিলেন তৃণমূলের এই প্রাক্তন সাংসদ। এখন তৃণমূল কেডি সিংকে ঝেড়ে ফেলতে চাইছে। একদিন মাননীয়া তাঁকে আদর করে বাংলার রাজনীতিতে নিয়ে এসেছিলেন, মুখ খুললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এই প্রসঙ্গে সৌগত রায় বললেন, শমীক ভট্টাচার্য কী বলছে তাতে আমরা মাথা ঘামাই না। কেডি সিং যখন আমাদের রাজনীতিতে ছিল তখন পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে কোনও ভূমিকা পালন করেননি। যা এখন বিজেপির বহিরাগতরা করছেন।
Recommended