COVID-19 Vaccination: ছাড়পত্রের ১০ দিনের মধ্যেই ১৩ জানুয়ারি থেকে টিকাগ্রহণ ভারতে

  • 3 years ago
আগামী ১৩ জানুয়ারি থেকেই দেশজুড়ে করোনার ভ্যাকসিন (COVID-19 Vaccine) দেওয়ার সিদ্ধান্ত। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যেই দেশজুড়ে ভ্যাকসিন। তবে আপাতত জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ড্রাই রানের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে। প্রথম দফায় ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা তাড়াতে প্রতিষেধকের যাত্রাপর্ব শুরু হতে চলেছে ভারতে। নতুন বছরের শুরুতেই দুই করোনা টিকাকে আগেই অনুমোদন দেয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। অক্সফোর্ডের কোভিশিল্ড (Coronavirus Vaccine Covishield) এবং দেশীয় টিকা কোভ্যাক্সিন সম্পর্কে ডিসিজিআই-র আধিকারিক সাংবাদিক বৈঠকে আগেই জানান, এই দুটি ভ্যাকসিন ১১০ শতাংশ নিরাপদ।