Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/5/2021
হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আদানি গ্রুপের যত বিজ্ঞাপন রয়েছে তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। গত শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আদানি উইলমার গ্রুপের ফরচুন রাইস ব্র্যান তেলের বিজ্ঞাপনে রয়েছেন বিসিসিআই ব্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। মূলত হৃদপিণ্ড ভালো রাখতেই ফরচুন রাইস ব্র্যান অয়েল ব্যবহার করুন। এই হল প্রোডাক্টটির ইউএসপি। এদিকে বিজ্ঞাপনের মুখ যিনি, তিনিই কিনা হৃদরোগে ভুগছেন। স্বাভাবিক ভাবে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখার বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হতেই এই সিদ্ধান্ত নেয় আদানি উইলমার গ্রুপ।

Category

🥇
Sports

Recommended