Mamata Banerjee| Subhas Chandra Bose Birth Anniversary: \'নেতাজির জন্মদিনে নিজের বাড়িতে শাঁখ বাজান\'
  • 3 years ago
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, নেতাজির জন্মশতবর্ষতে (Netaji Subhas Chandra Bose Birth Anniversary) নেতাজির গান নিয়ে একটি অ্যালবাম ও একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি হবে। এই জন্য প্রয়োজনে কলকাতা পুলিশের সাহায্য নেওয়া হতে পারে। নেতাজির বাণী আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বেলা ১২ টা বেজে ১৫ মিনিটে সকলকে বাড়িতে বাড়িতে শঙ্খ বাজানোর নির্দেশ দেন। এছাড়াও রয়েছে একাধিক কর্মসূচি। রাজারহাটে সুভাষ স্মৃতিসৌধ এবং প্রদর্শশালা গড়বে সরকার, সেক্ষেত্রেও কেন্দ্রের থেকে নেওয়া হবে না কোনও টাকা, স্পষ্ট জানান মমতা। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস উপলক্ষ্যে ২৩ জানুয়ারি দিনটি ‘দেশনায়ক দিবস’ পালন করবে সরকার। বাংলা, হিন্দি, উর্দু, দলিত, রাজবংশী ও পাহাড়ের ভাষায় সুভাষ সংক্রান্ত রচনা অনুবাদ করা হবে, বৈঠকে হাজির ছিলেন; অভিজিৎবাবু, সুগতবাবু, সুমন্ত্রবাবু, অর্থমন্ত্রী অমিত মিত্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কলকাতা, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা। সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠকে বাংলার নিজস্ব যোজনা কমিশন তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য নিজস্ব যোজনা কমিশন গড়ে আধুনিক চিন্তাভাবনা নিয়ে তা পরিচালনা করবে, এতে সহযোগিতা করবেন অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
Recommended