Rahul Gandhi Slams Modi Govt Over Farm Laws: কৃষক আন্দোলন নিয়ে মোদিকে তোপ রাহুলের

  • 3 years ago
কৃষি আইন ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। নরেন্দ্র মোদিকে অযোগ্য লোক বলেও অভিহিত করেন তিনি। আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি বলেন, \"আমাদের কাছে একজন অযোগ্য ব্যক্তি আছেন যিনি কিছুই বুঝতে পারেন না এবং তিন বা চারজন অন্য লোকের হয়ে একটি সিস্টেম চালাচ্ছেন। যারা সবকিছু বোঝেন।|\" রাহুল বলেন, চিন এখনও সীমান্তে আছে। তারা ভারতের হাজার হাজার কিলোমিটার জমি ছিনিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী কেন এ বিষয়ে কথা বলেন না, কেন তিনি চুপ ? প্রিয়াঙ্কা গান্ধি সহ কংগ্রেস নেতাদের আটক প্রসঙ্গে রাহুলের তোপ, \"ভারতে কোনও গণতন্ত্র নেই। এটি আপনাদের কল্পনাতে থাকতে পারে, তবে বাস্তবে নয়। প্রধানমন্ত্রী মোদি ক্রোনী পুঁজিপতিদের জন্য অর্থোপার্জন করছেন। যে কেউ তাঁর বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করবে তাঁকে সন্ত্রাসবাদী বলা হবে - তা কৃষক, শ্রমিক এমনকি তিনি মোহন ভাগবত হলেও।

Recommended