Mamata Banerjee to Narendra Modi: কোভিড মোকাবিলায় কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৮,৫০০ কোটি

  • 4 years ago
Mamata Banerjee to Narendra Modi On Covid-19: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশগ্ৰহণ করেন আট রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) দাবি করেন, রাজ্যের কোভিড পরিস্থিতি ঠিকমতো সামাল দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি রাজ্য যে কোনও রকম টিকাকরণের প্রস্তুতি নিতে সক্ষম জানান মমতা। এ দিন আটটি রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।

#CoronavirusVaccine #NarendraModiToAllStates #LatestLYBangla

Recommended