দেখুন মহানায়ক মান্না মৃত্যুর পর তার সম্পার্কে কে কি বলেছিলো

  • 3 years ago
দেখুন মহানায়ক মান্না মৃত্যুর পর তার সম্পার্কে তারকা অভিনেতা রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা ইলিয়াজ কাঞ্চন, সাত্তার, অমিত হাসান, আমিন খান, রিয়াজ, শাকিব খান, তারকা অভিনেত্রী কবরী, ববিতা, আনোয়ারা, চম্পা, মেীসুমী, পপি, শাবনুর, অপু বিশ্বাস, দোয়েল, শিশু শিল্পী দিঘী ও পরিচালক কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, এফ আই মানিক, পি এ কাজল, রায়হান মুজি, চাষী নজরুল ইসলাম সহ তার অনান্য সহকর্মীবৃন্দ তার সম্পার্কে কে কি মন্তাব্য করেছিল!


Manna মান্না পরিচিতিঃ
সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার (মান্না নামেই অধিক পরিচিত; জন্ম: ১৪ এপ্রিল ১৯৬৪ - মৃত্যু: ১৭ ফেব্রুয়ারি ২০০৮) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। ম্যানলি হিরো খ্যাত সুপারস্টার মান্না চব্বিশ বছরের কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। গণমাধ্যমে তাকে ঢালিউড সোনালী প্রজন্মের সর্বশেষ মহানায়ক, মেগাস্টার ও ঢালিউড যুবরাজ হিসেবে সম্বোধিত করা হয়।] ঢালিউড সিনেমায় দীর্ঘ সময় জনপ্রিয়তার শীর্ষ অবস্থান ধরে রাখা নায়ক রাজ-রাজ্জাকের পর ঢালিউড যুবরাজ মান্নার অবস্থান। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। তিনি বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আম্মাজান চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।

তিনি আটবার মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তিনবার এই পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি বেশ কয়েকবার বাচসাস পুরস্কার লাভ করেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ত্রাস, দাঙ্গা, কাসেম মালার প্রেম, লুটতরাজ, তেজী, আম্মাজান, শান্ত কেন মাস্তান, কষ্ট, 'বর্তমান, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, বীর সৈনিক, সিটি টেরর, মিনিস্টার, দুই বধু এক স্বামী, পিতা মাতার আমানত, অবুঝ শিশু, সাজঘর, উত্তরের খেপ, মায়ের মর্যাদা ও কাবুলিওয়ালা ইত্যাদি।
#মান্না #Manna

ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ

My Facebook ► https://www.facebook.com/bdrakibhossain
Facebook Page ► https://www.facebook.com/rakibsfancy
My Instagram► https://www.instagram.com/bdrakibhossain
My Twitter ► https://twitter.com/bdrakibhossin
ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ
Clips used from:

0:18 ETV news
ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Recommended