ফ্রান্সে 'কট্টর ইসলামের' বিরুদ্ধে এখন কেন উঠে পড়ে লেগেছেন প্রেসিডেন্ট ম্যাক্রঁ?
  • 3 years ago
ফ্রান্সে 'কট্টর ইসলামের' বিরুদ্ধে এখন কেন উঠে পড়ে লেগেছেন প্রেসিডেন্ট ম্যাক্রঁ?
ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাতিকে হত্যা এবং শিরশ্ছেদ করার প্রতিক্রিয়ায় কট্টর ইসলামের বিরুদ্ধে ফরাসী সরকার ‘দ্রুত এবং কঠোর’ সব পদক্ষেপ নিচ্ছে। মসজিদ-সংগঠন বন্ধ, বাড়িতে তল্লাশি চলছে, গাদা গাদা নতুন তদন্ত - এমন আরো নতুন নতুন পরিকল্পনা ও পদক্ষেপের কথা প্রতিদিন শোনা যাচ্ছে। সরকারের দেওয়া হিসাবে ১২০টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কট্টর ইসলামি মতবাদ প্রচারের অভিযোগে বেশ কিছু সংগঠন এবং সমিতি বাতিল করা হয়েছে। সন্ত্রাসে অর্থ জোগানোর রাস্তা বন্ধের কৌশল নেয়া হচ্ছে।
প্রেসিডেন্ট ম্যাক্রঁর শাসনামলে বেশ কিছু সন্ত্রাসী হামলায় ফ্রান্সে পুলিশের সদস্যসহ কমপক্ষে ২০ জন মারা গেছে। কিন্তু তার সরকারের কাছ থেকে এমন তৎপরতা আগে চোখে পড়েনি। এখন কেন এত শক্ত পথ নিচ্ছেন তিনি?


আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali

https://facebook.com/BBCBengaliService

https://twitter.com/bbcbangla
Recommended