সাবধান: এমন জলে ডুবতে পারে গাড়ি সমেত মানুষও!
  • 4 years ago
পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার গড়বেতার ধাধীকাতে শিলাবতী নদীর উপর যে ব্রীজ দুর্বল হয়ে পড়েছিল তার সংস্কারের কাজ শেষের পথে। তাই ব্রীজের পাশে চোঙের ওপর পিচ দিয়ে অস্থায়ী রাস্তা করে যাতায়াত চলেছিল। কিন্তু গত কদিনের বৃষ্টিতে শিলাবতী নদীর জল বাড়ায় সেই অস্থায়ী রাস্তায় ফাটল দেখা দিয়েছে। যার জেরে অন্য কোনো বড়ো গাড়ি পারাপার করাচ্ছে না প্রশাসন।
বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ওই রাস্তা। জল আরো বাড়ায় চিন্তিত রয়েছে স্থানীয়রাও। উল্ল্যেখ্য এই রাস্তা দিয়েই পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার যোগাযোগ বেশী। দুর পাল্লার পণ্য পরিবাহী সমস্ত বড় গাড়ি এই রাস্তাতেই যাতায়াত করে। কিন্তু জল বাড়ার ফলে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
Recommended