বাড়িতে লুকিয়ে চলত বোমা বাঁধার কাজ, বিস্ফোরণে মৃত ১, আহত ১

  • 4 years ago
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মৌসাস্থলি গ্রামের হুমায়ুন কবির(40) নামে এক ব্যক্তির মৃত্যু হল বোমা ফেটে। আহত এক শিশু। পরিবার সূত্রের খবর হুমায়ুন কবির গতকাল তিনটে নাগাদ নামাজ পড়ার পর ছাদে যান। বাড়ির লোকজন ভাবেন তিনি ঘুমোতে গিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একটা বিকট আওয়াজ হয় আর সেই আওয়াজ শুনে হুমায়ুনের মা নাতিকে ছাদে পাঠায় বিষয়টি দেখার জন্য। ছাদে গিয়ে দেখে সে দেখে, হুমায়ুন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরিবারের লোকজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রের খবর, মহিসাস্থলী গ্রামের হুমায়ুন কবির নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই এলাকায় বোমা সাপ্লাইয়ের কাজ করতেন। শনিবার রাত্রে নিত্যদিনের অভ্যেস মত বাড়ির এক কোণে বোমা বাঁধার কাজ করছিলেন। হঠাতই বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর জখম অবস্থায় তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামসেরগঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।