খড়গপুরে বিজেপি কর্মীদের পুজো ঘিরে খণ্ডযুদ্ধ, ইঁটবৃষ্টি

  • 4 years ago
lঅযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকে সামনে রেখে খড়্গপুরের তালবাগিচা বিশেষ পুজোর আয়োজন করেছিল বিজেপি কর্মী সমর্থকরা।সেই পুজো বন্ধ করতে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ালো পুলিশ। পুলিশের বিরুদ্ধে নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা ইঁট বৃষ্টির অভিযোগ ওঠে। ইঁটের আঘাতে জখম হন খড়্গপুরের এসডিপিও সুকোমল দাস সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। পুলিশের মারে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মীও বলে জানা গিয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, বুধবার দুপুরে তালবাগিচা এলাকায় বিজেপির পুজো বন্ধ করতে গিয়ে এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। সেই সময় ওই বিজেপি কর্মীকে ছাড়াতে গিয়ে প্রথমে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। এরপর পুলিশের গাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে বিজেপি কর্মীরাও।ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাস্থল থেকে। ঘটনার পর গোটা এলাকা কার্যত মুড়ে ফেলা হয়েছে পুলিশি নজরদারিতে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। অন্যদিকে অবিলম্বে বিজেপি কর্মীদের মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব।

Recommended