বড়ো খবর : ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত তিন পুর শহর জুড়ে লকডাউনের নির্দেশ বাঁকুড়া জেলা প্রশাসনের।

  • 4 years ago
BIG BREAKING : করোনার সংক্রমণ ঠেকাতে এবার জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পুর শহর জুড়ে আগামী ২৬ জুলাই বিকেল ৫ টা থেকে ৩০ জুলাই বিকাল ৫ টা পর্যন্ত লকডাউনের নির্দেশ জারী করলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ। তবে সারা রাজ্যের সাথে ২৯ জুলাই পুরো জেলাতেই সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত লকডাউন যথারীতি চলবে।
এদিকে, তিন পুর শহরের লকডাউনে চিকিৎসা পরিষেবা, সংবাদ মাধ্যম, ওষুধের দোকান, ই কমার্স,শেয়ার মার্কেট, কুকড ফুড ডেলিভারি সার্ভিস, বিদ্যুৎ, পানীয় জলের মতো জরুরী পরিষেবা,আদালত, ২৫ জন আমন্ত্রিত দের নিয়ে বিয়ে বা সামাজিক অনুষ্ঠান, চাষ আবাদ, কল কারখানার জরুরী উৎপাদন প্রভৃতিকে ছাড় দেওয়া হয়েছে। আর স্থানীয় শাক, সবজি,মাছ,মাংসের দোকান,মুদি দোকান ও বাজারে সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বেচা-কেনা করা যাবে। তবে ২৯ তারিখ রাজ্য সরকারের নির্দেশ মেনে সারা জেলাতেও বলবৎ থাকবে লকড়াউন।

Recommended