Sarojini Devi Saraswati Shishu Mandir // শিক্ষা জগতে অভিনব দিশায় সিউড়ির সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির

  • 4 years ago
শিক্ষা জগতে অভিনব দিশায় সিউড়ির সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির।
দীপক মুখার্জি, সিউড়ি।
দীর্ঘদিন লকডাউন এর জেরে দেশের প্রায় সমস্ত স্কুলই বন্ধ। এরকম কঠিন পরিস্থিতিতে শিক্ষা জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন সিউড়ি সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির এর। গত কয়েক মাস ধরে সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়ে অনলাইনের মাধ্যমে শিক্ষাব্যবস্থা অক্ষুন্ন রেখেছে বাংলা মাধ্যমের সরকারি অনুমোদন প্রাপ্ত বেসরকারি এই স্কুলটি। আজ থেকে চালু করেছে গৃহ মূল্যায়ন। স্কুলের প্রধান আচার্যের কথা পঠন-পাঠনের সাথে মূল্যায়ন আবশ্যিক। করোনার সংক্রমনের কথা মাথায় রেখে সমস্ত ছাত্র কে স্কুলে ডেকে মূল্যায়ন নেওয়া সম্ভব নয় তাই এই গৃহ মূল্যায়ন। সময়মতো সমস্ত শিশুর অভিভাবক কে ডেকে প্রশ্নপত্র ও মূল্যায়নের নির্দেশিকা দিয়ে দেওয়া হয়। এই স্কুল থেকেই 2019 সালে মাধ্যমিকে দশম স্থান অধিকার করে সারা রাজ্যে প্রথম বছরের মাধ্যমিক পরীক্ষায় জায়গা করে নেয়। এবছরও মাধ্যমিকে রাজ্যে একাদশ এবং জেলায় মেয়েদের প্রথম স্থান পাই । প্রধান আচার্যের কথামতো এই মূল্যায়ন শুধু ছাত্র-ছাত্রীর নয়, এই মূল্যায়ন ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকদের সততার মূল্যায়ন।