flood in Sylhet 2020

  • 4 years ago
flood in Sylhet । সিলেটে বন্যা 2020

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবারও বন্যা কবলিত হয়েছে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় । সুরমা, কুশিয়ারা, ধলাই, পিয়াইনসহ সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরই মধ্যে জেলার সীমান্তবর্তী এলাকার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানিবন্ধি হয়ে পরেছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের খামার। নদী তীরের অনেক এলাকার সড়কও পানিতে তলিয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন জনগণ।

ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় মানুষজন ছুঠছেন আশ্রয়কেন্দ্রে দিকে। অসহায় মানুষজন আশ্রয় নেয়া বেশ কিছু আশ্রয় কেন্দ্রও এখন পানির নিছে।

শুধু বাড়ি-ঘর নয় পানিতে তলিয়েছে কোম্পনীগঞ্জ উপজেলার থানা বাজার, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, উপজেলা সদর সরকারী বিভিন্ন দপ্তর।

বানবাসী মানুষ জানিয়েছেন গত তিন দিন থেকে আশ্রয় কেন্দ্রে থাকলেও এখন পর্যন্ত পৌছেনি সরকারী কোন সহায়তা।